নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী ও হাইব্রীড কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে ধান বীজ-সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সার-ধান বীজ বিতরণ উদ্বোধন করেন ইউএনও মোছা. তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকার প্রমূখ। বিনামূল্যে ২৭০০ জন চাষি ২ কেজি করে হাইব্রীড ধান বীজ এবং ১৬৫০ জন চাষিকে ৫ কেজি উফশী ধান বীজ ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment