নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে ইউএনও মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার, অধ্যক্ষ শাহ্ মো. রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা ইয়াসমিন প্রমূখ। অনুষ্ঠানে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

No comments:
Post a Comment