Monday, October 23, 2023

দেশের সব উৎসব সবার, সব নাগরিকের একই অধিকার -টিপু মুনশি


নিজস্ব প্রতিবেদক 
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়ে গেছেন। দেশকে ভাল রাখতে হবে, দেশটাকে এগিয়ে নিতে চাই। দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমদের সবাইকে ঐক্য থাকতে হবে। কোন অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে। ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাই একসাথে থাকতে হবে। দেশের সব উৎসব সবার, সব নাগরিকের একই অধিকার।’

রোববার (২২ অক্টেবর) দুপুরে কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৭১টি পূজামন্ডপে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সময় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে ট্যাব এবং উপকারভোগীদের চেক বিতরণ করা হয়। বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পূজামন্ডপ গুলোর সভাপতি সাধারণ সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment