Sunday, December 31, 2023

কাউনিয়ায় সড়কে গেল পথচারীর প্রাণ


নিজস্ব সংবাদদাতা
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে জাহিদ হাসান (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঘটনা ঘটে। তিনি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের ফজলুল শেখের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। রোববার সকালে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা তাকে কাউনিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হয়েছে।

এমআর

No comments:

Post a Comment