নিজস্ব সংবাদদাতা
বছরের প্রথমদিন উৎসব মূখর পরিবেশে রংপুরের কাউনিয়ায় সরকারি ভাবে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হলরুমে পহেলা জানুয়ারী সোমবার সকালে নতুন বই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমি সাঈদ।
বক্তব্য রাখেন- সহকারি প্রধান শিক্ষক দিপ্তী রানী, শিক্ষিকা মোছা. হাসনা পারভীন মুক্তি, শহিদুল ইসলাম, অভয় চন্দ্র, মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও একযোগে উপজেলার সকল সরকারি ও বে-সরকারি প্রাথমিক
বিদ্যালয়, কেজি স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে বই উৎসব উদযাপন করা হয়।
এমআর
No comments:
Post a Comment