Saturday, February 22, 2025

কাউনিয়ায় ২ কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ আটক ২, পিকাপভ্যান জব্দ

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় পিকাপভ্যানে করে গাঁজা পাচার কালে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পিকাপ চালক পালিয়ে গেলেও পিকাপভ্যানটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

তারা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বেগমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নূরনবী (১৯) একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) এবং ভুরুঙ্গামারী উপজেলার  ছিট পাইকেরছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে পলাতক পিকাপ চালক নজরুল ইসলাম (৪০)। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহানুর আলম ও এএসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আর-কে রোডের কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকের খাবারের হোটেলের সামনে রংপুরগামী একটি পিকাপভ্যান রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১২-৯১৫৬ থামতে সংকেত দিলে পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পিকাপভ্যানটি থামিয়ে পালিয়ে যায়। 

এ সময় পিকাপভ্যানটি তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

এমআর

No comments:

Post a Comment