Wednesday, March 26, 2025

কাউনিয়ায় বিএনপির কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কাউনিয়া উপজেলার তত্ত্বাবধানে গত ১৬ মার্চ ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একযোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে দায়িত্বশীল ওয়ার্ড-ইউনিয়ন নেতৃবৃন্দ, পর্যবেক্ষকদল, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে কাউনিয়া কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বালাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুব আলম, যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোছাব্বের আহমেদ কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি প্রমূখ। 

উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রথমপর্বে ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একযোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। যা সারা জেলায় প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিলের দায়িত্বশীল ওয়ার্ড-ইউনিয়ন নেতৃবৃন্দ, পর্যবেক্ষকদল, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ। 

এমআর 



No comments:

Post a Comment