Monday, March 10, 2025

কাউনিয়ায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য কাউনিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ই মার্চ) দুপুরে কাউনিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহ্বায়ক মনু সরকার, সফিউল আলম মুক্তি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম।


আরো বক্তব্য রাখেন- বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব সাত্তার, টেপামধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দিন, সদস্যসচিব দুলু, হারাগাছ ইউনিয়নের আহ্বায়ক জহুরুল, সদস্যসচিব আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন সদস্যসচিব লিটন, যুগ্ন আহ্বায়ক এরশাদ, কুর্শা ইউনিয়নের আহ্বায়ক বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইউনুস আলী, সারাই ইউনিয়নের আহ্বায়ক আফতাবুজ্জামান প্রমুখ।


সভায় উপজেলার সকল ইউনিয়নে ও ৫৪ ওয়ার্ডে একই দিনে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।


এমআর

No comments:

Post a Comment