Wednesday, November 5, 2025

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়িদের জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ি সংগঠনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স ফ্লোরে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মো. মেনাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হযরত আলী, সহসভাপতি জিল্লুর রহমান ও নুরনবী মিয়া, যুগ্ম সম্পাদক শমসের আলী ভুইঁয়া রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জসিমসহ বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়িগণ। 

বক্তব্যে খুচরা সার ও বালাইনাশক বিক্রয়ে নানাবিদ সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে পারে সম্মিলিত প্রচেষ্টা। গুনগত মানসম্মত সার ও বালাইনাশক বিক্রি এবং সবার সহযোগিতা কামনা করা হয়। 

এমআর


No comments:

Post a Comment