নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত ও নির্বাচনমূখী করার লক্ষ্যে জাতীয় পার্টির (জাপা) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকার এতে সভাপতিত্ব করেন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, পীরগাছা উপজেলার সভাপতি ও রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা সংসদীয় আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল।
কর্মী সভায় বক্তব্য দেন- পীরগাছার অন্নদানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকার, কাউনিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রহিম রুবেল, উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি বদিয়ার রহমান, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলাম সম্রাটসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউনিয়া উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শামসুল হক দুলাল।
পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশের সমৃদ্ধি এবং কল্যাণে মুনাজাত করা হয়।
এমআর

No comments:
Post a Comment