নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে অপরিস্কার ও মেয়াদোত্তীর্ন খাবার রাখার দায়ে ৪ জন ব্যবসায়ীর ২৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে অনাদায়ে ওই প্রতিষ্ঠানের ৪ জন মালিক প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার
(২৭ নভেম্বর) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জেসমিন নাহার এ দন্ডাদেশের রায় দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবু সাঈদসহ একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলার মীরবাগ বাজারে ঈসামনি মিস্টি ভান্ডারের মালিক এমদাদুল হকের ৫ হাজার, কনফেকশনারী ব্যবসায়ী রেজাউল ইসলামের ৭ হাজার, ফাস্টফুড ব্যবসায়ী মিন্টু মিয়ার ১ হাজার ও কাউনিয়া বিরানী হাউজের মালিক মন্টু মিয়ার ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড প্রদান করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
-এমআর

No comments:
Post a Comment