নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র অতিশীপর অসুস্থ শিক্ষাগুরুর পাশে দাড়াঁলেন এসএসসি ১৯৯৬ সালের সাবেক ছাত্ররা। সোমবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার
তিস্তা ব্রিজ এলাকায় মাওলানা আব্দুস সাত্তার এর
বাড়ীতে গিয়ে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেয় তারা।
দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের পাশে পেয়ে আবেগে আপ্লুত শিক্ষাগুরু মাওলানা আব্দুস সাত্তার কান্নায় ছাত্রদের জড়িয়ে ধরেন। অপরদিকে
প্রায় দুইযুগ পরে শিক্ষাগুরুকে পাশে পেয়ে ছাত্ররাও চোখের পানি ধরে রাখতে পারেননি। ক্ষণিকের
মধ্যেই বাতাস ভারী হয়ে ওঠে।
মাওলানা আব্দুস সাত্তার ১৯৮৪ সালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করে সকলের প্রিয় শিক্ষক হয়ে ২০০৭ সালে সুনামের
সাথে অবসর গ্রহন করেন। এরপর গত বছরের প্রথমের
দিকে আগেরই নানা রোগে ভোগা সাবেক এ
শিক্ষাগুরু ব্রেন্টস্টকে আক্রান্ত হয়ে বেচেঁ গেলেও স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন।
প্রাক্তন এই শিক্ষাগুরু বলেন, আল্লাহ যেন আমায় ঈমানের সাথে নিয়ে যান সবার কাছে আমার চাওয়া এর বেশী কিছু আমি চাই না।
এতে উপস্থিত ছিলেন আবু আহসান সিদ্দিক পল্লব, মনিরুজ্জামান মজনু, মলিন চন্দ্র, মিজানুর রহমান মিনু, জহির রায়হান, আশরাফুল ইসলাম, স্বপন কুমার, মিজানুর রহমান মিজানসহ এসএসসি ১৯৯৬ সালের সাবেক শিক্ষার্থীরা।
এসময় তারা অসুস্থ শিক্ষাগুরুকে সহযোগিতা করেন।
এসময় তারা অসুস্থ শিক্ষাগুরুকে সহযোগিতা করেন।
-এমআর

No comments:
Post a Comment