নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারী ভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে লটারীর মধ্যদিয়ে ১ হাজার ৩’শ ৩১ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
চাষী নির্বাচন লটারীর মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) শামিমা নাসরিন প্রমূখ।
চলতি মৌসূমে উপজেলার ২০ হাজার ২’শ ৩৬ জন কৃষকের মধ্যে লটারী করে এ কৃষক নির্বাচন করা হয়। প্রতিজন কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ১ হাজার কেজি করে ধান সংগ্রহ করা হবে।
-এমআর

No comments:
Post a Comment