Monday, January 20, 2020

কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড, বাড়িঘর গবাদিপশু মালামাল পুড়ে ছাই


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে রবিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে

এলাকাবাসী ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিশ্বনাথ গ্রামের মৃত নেছাব উদ্দিনের পুত্র আকবর আলীর বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে এসময় কোন কিছু বুঝে উঠার আগেই পাকা বাড়ির ৭টি রুমে থাকা নগদ লাখ টাকা, ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, ধান-চাল, সাইকেল, ৫টি গরু, ১টি ছাগল, হাঁস-মুরগীসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌছার আগেই সব কিছু শেষ হয়ে যায়

ঘটনাস্থল সহকারি কমিশনার (ভুমি) মোছাঃ জেসমিন নাহার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফ আরা বেগম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ১২ বান্ডিল ঢেউটিন, ৩৬ হাজার টাকা, ২০ কেজি চাল, ১২টি কম্বল কাটুন শুকনা খাবার দেয়া হয়েছে

-এমআর

1 comment:

  1. Water Hack Burns 2 lb of Fat OVERNIGHT

    More than 160 thousand men and women are losing weight with a easy and SECRET "water hack" to burn 2lbs each night as they sleep.

    It's proven and works with anybody.

    This is how to do it yourself:

    1) Grab a drinking glass and fill it up half glass

    2) Proceed to use this strange hack

    so you'll become 2lbs thinner as soon as tomorrow!

    ReplyDelete