Wednesday, January 29, 2020

কাউনিয়ায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নিজস্ব সংবাদদাতাঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে লড়াই-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য সাফল্যবহ বাংলাদেশ ছাত্রলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ পূর্ণমিলনী করেছে কাউনিয়া উপজেলা ছাত্রলীগ

মঙ্গলবার (জানুয়ারি) দুপুরের জাতীয় সঙ্গীতের তালে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা ঘটে এরআগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দোয়া করা হয়

পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আমীন আনছারী প্রমূখ

এছাড়াও আয়োজনে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

-এমআর  

1 comment:

  1. Your Affiliate Money Printing Machine is waiting -

    Plus, making money with it is as simple as 1-2-3!

    Here are the steps to make it work...

    STEP 1. Tell the system what affiliate products you want to promote
    STEP 2. Add some PUSH button traffic (it takes JUST 2 minutes)
    STEP 3. Watch the system grow your list and sell your affiliate products on it's own!

    Are you ready?

    Your MONEY MAKING affiliate solution is RIGHT HERE

    ReplyDelete