নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার রেলগেট জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মসজিদের দ্বিতীয় তলা ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসা আহম্মেদ, মসজিদ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, টাচ্ স্টোন মডেল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহমান, মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন মাওলানা মুহাম্মদ মতিউর রহমান নিজামী এমএম রংপুরী, মসজিদ কমিটির মোতাওয়াল্লী শাহ্ মোফাখারুল ইসলাম বুলু, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, পেশ ইমাম মোঃ আব্দুর রহিম, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
এছাড়াও এলাকার নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
-এমআর
If you're trying hard to lose kilograms then you certainly have to try this brand new custom keto meal plan.
ReplyDeleteTo design this keto diet service, licenced nutritionists, fitness trainers, and chefs have united to produce keto meal plans that are powerful, suitable, economically-efficient, and delightful.
Since their first launch in January 2019, thousands of people have already remodeled their figure and health with the benefits a smart keto meal plan can provide.
Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-proven ones offered by the keto meal plan.