Friday, February 21, 2020

কাউনিয়ায় নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদকঃ
বিনম্র শ্রদ্ধা নানা কর্মসূচীর মধ্যদিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে মহান ৫২ ভাষা আন্দোলনের মর্মন্তদ গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২০ উদযাপন করা হয়েছে

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে স্থানীয় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসুচীর শুভসুচনা ঘটে এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ প্রশাসন, থানাপুলিশ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকসহ অনেকে পরে ভাষা শহীদের আত্মার মাগফেরাত, দেশ জাতির সমৃদ্ধি কামনা করে নিরবতা এবং দোয়া করা হয়

দিবসের দ্বিতীয় প্রহরে সকালে একটি প্রভাত ফেরীর র‌্যালি উপজেলা চত্বর থেকে গুরুত্বপুর্ণ রাস্তা ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফ আরা বেগম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, উপজেলা .লীগের সাবেক যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ইউনিয়ন .লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী হাসনা পারভীন মুক্তি, উপজেলা ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি জামিল হোসাইন প্রমূখ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সূধীবৃন্দ উপস্থিত ছিলেন

রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারীর কর্মসূচীতে শিশু-কিশোরদের নিয়ে আরও ছিলো কবিতা আবৃতি চিত্রাংকন প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সমাপ্তি ঘটে

-এমআর

1 comment:

  1. As claimed by Stanford Medical, It is really the ONLY reason women in this country get to live 10 years more and weigh 19 kilos less than us.

    (And realistically, it is not related to genetics or some hard exercise and really, EVERYTHING related to "HOW" they eat.)

    P.S, What I said is "HOW", not "WHAT"...

    TAP this link to discover if this quick questionnaire can help you find out your real weight loss possibilities

    ReplyDelete