Sunday, March 22, 2020

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যবসায়ীর অর্থদন্ড


নিজস্ব সংবাদদাতাঃ
ঔষধের দাম বেশি নেয়া অবৈধ ঔষধ রাখার অপরাধে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের (বাসষ্টান্ড) দি কাউনিয়া মেডিকেল হলের মালিক শাহ্ রাজুর ৩০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত

রবিবার (২২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোছাঃ জেসমিন নাহার অভিযান পরিচালনা করে রায় দেন এসময় তার সাথে ছিলো একদল পুলিশ

সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিট্রেট জানান, অতিরিক্ত মূল্য অবৈধ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মেডিসিন এ্যাক্ট-১৯৪০ সালের ৩৭ ধারায় তাকে অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়

এদিকে করোনা ভাইরাসের অজুহাতে উপজেলার সব হাট-বাজারের দোকানে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হঠা চড়া দামের বিপাকে বেসামাল হয়ে পড়েছে সাধারণ মানুষ সম্প্রতি বাজার নিয়ন্ত্রনে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা

-এমআর

1 comment:

  1. Lot of Thanks to Jasmin Apu... go ahead.... Kaunia bashi Apnar sathe ace... ঘন ঘন অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সর্বোচ্চ সাস্থীর ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করছি । সাথে, জনসমক্ষে তাদেরকে এনে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার অনুরোধ রইল । এবং সেটা মিডিয়া তে সরাসরি সম্প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি ।

    ReplyDelete