Tuesday, March 24, 2020

কাউনিয়ায় ঘটা করে বিয়ের প্রীতিভোজ, ১০ হাজার টাকা জরিমানা


নিজস্ব সংবাদদাতাঃ
সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরের কাউনিয়ায় জনসচেতনামুলক ব্যাপক প্রচারণা নির্দেশনা থাকলেও তা নানা মেনে ঘটা করে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

রায় প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফ আরা বেগম ভ্রাম্যমান আদালতের সূত্রমতে, জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার টেপামধুপুর ইউনিয়নে নিজদর্পা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সুরুজ মিয়া তার বাড়ীতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন

এতে লোক সমাগম বেশী হওয়ার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয় এরআগে তাকে ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট সূত্র

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসাধারণকে আতংকিত না হয়ে নির্দেশনা মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেছেন

-এমআর  

No comments:

Post a Comment