Monday, July 13, 2020

কাউনিয়ায় ছাত্রলীগের কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ, এসিল্যান্ডের অপসারণ দাবী



নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় ভাংচুর এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, বানিজ্যমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতার ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু, টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ

প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ পূর্ব নোটিশ ছাড়া টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় ভাংচুর এবং উদ্দেশ্যপ্রণিত ভাবে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, বানিজ্যমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতার ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার এর দ্রুত অপসারণের দাবী জানান

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়

ঘটনায় প্রশাসনের পক্ষথেকে সরকারি খাদ্য গুদামের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ বলা হলেও অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি

-এমআর

No comments:

Post a Comment