Thursday, September 3, 2020

কাউনিয়ায় সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

 


নিজস্ব সংবাদদাতাঃ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি প্রতিপাদ্যকে নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা মৎস্য দপ্তরে আয়োজনে ২০২০-২১ইং অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন সরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) উপজেলার কুর্শা ইউনিয়নের বাবুর দীঘি গুচ্ছ গ্রামে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক কাজী আতিয়াহ্ তইয়েবী

সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিক আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম, ক্ষেত্র সহকারী মোঃ আশরাফুল ইসলাম, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি বাবু ভোলারাম দাশ, বাবুর দীঘি সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক প্রমূখ

এরআগে গতকাল বুধবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম এবারে উপজেলার ১৯ টি জলাশয়ে ৪০৮.১৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়

-এমআর

No comments:

Post a Comment