নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গত দু’রাতে ১৮ জন জুয়াড়ী এবং লাখ টাকা মুল্যের ১০ কেজি গাঁজাসহ আরও ৩ জনকে আটক করেছে।
থানা পুলিশ সুত্র জানায়, গতরাতে উপজেলার তিস্তা ব্রীজ এলাকায় নিজপাড়া গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি চার্জার অটো থেকে ৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মৃত মোকছেদ উদ্দিনের ছেলে তাজুল ইসলাম সাগরকে এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আব্দুল খালেকের ছেলে দুলাল মিয়া (২৭) ও গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) কে স্থানীয় নজরুল ইসলামের খাবার হোটেলের সামনে থেকে ঢাকা গামী তানজিলা ট্রাভেলসে (ঢাকা মেট্রো ব-১৫২৮৭৩) অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, মাদক ও জুয়া বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
-এমআর

No comments:
Post a Comment