Saturday, December 26, 2020

কাউনিয়ায় ১৮ জুয়াড়ী আটক, লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-৩

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গত দুরাতে ১৮ জন জুয়াড়ী এবং লাখ টাকা মুল্যের ১০ কেজি গাঁজাসহ আরও জনকে আটক করেছে।

থানা পুলিশ সুত্র জানায়, গতরাতে উপজেলার তিস্তা ব্রীজ এলাকায় নিজপাড়া গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি চার্জার অটো থেকে কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মৃত মোকছেদ উদ্দিনের ছেলে তাজুল ইসলাম সাগরকে এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আব্দুল খালেকের ছেলে দুলাল মিয়া (২৭) গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) কে স্থানীয় নজরুল ইসলামের খাবার হোটেলের সামনে থেকে ঢাকা গামী তানজিলা ট্রাভেলসে (ঢাকা মেট্রো -১৫২৮৭৩) অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ আটক করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, মাদক জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

-এমআর

No comments:

Post a Comment