নিজস্ব সংবাদদাতাঃ
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল ও বিজয় সমাবেশ করেছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে বিজয় সমাবেশ করে।
বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, প্রভাষক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলীসহ আরো অনেকে।
-এমআর
No comments:
Post a Comment