Monday, January 18, 2021

কাউনিয়া মোঃ হোঃ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালে ভর্তির লটারী সম্পন্ন

 


নিজস্ব সংবাদদাতাঃ
করোনায় শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি নির্দেশনা মোতাবেক কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে ভোকেশনাল শাখার ভর্তির লটারী সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, প্রোগ্র্যাম অফিসার মৃতুঞ্জয় সেন পুরোপুরি সচ্ছতার সহিত ভর্তির লটারী সম্পন্ন করেন।

সময় প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভোকেশনাল শাখায় ভর্তির লটারীতে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়।

কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভোকেশনাল শাখার নির্ধারিত আসন সংখ্যা ২০ জনের বিপরীতে ৫৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এরমধ্যে ১০ জন চলতি শিক্ষার্থী নিয়ে ১০টি সংরক্ষিত রেখে জন শিক্ষার্থী লটারীর মাধ্যমে ভোকেশনালে ভর্তির সুযোগ পায়। এছাড়া অপেক্ষামান তালিকায় রয়েছে ১০ জন শিক্ষার্থী।

-এমআর

No comments:

Post a Comment