Thursday, January 7, 2021

কাউনিয়ায় ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে .৭৫ কিলোমিটার পাকা সড়ক (তকিপল হাট রোড-বুদ্ধির বাজার হয়ে বেরেন্টের বাজার রোড সংযোগ সড়ক) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বেরেন্টের বাজার এলাকায় গোপীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।

উদ্বোধন কালে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, ইউপি সদস্য রফিকুল ইসলাম, বেলাল হোসেন, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, ছাত্রলীগ নেতা নাজির হোসেন মিঠু, ঠিকাদার আব্দুর রহিম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দোয়া করা হয়।

-এমআর

No comments:

Post a Comment