নিজস্ব প্রতিবেদকঃ
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিস্তা নদীর জলরাশির বুকচিরে জেগে ওঠা ধু-ধু বালুচরে নিরাপদ সবজি ক্ষেত শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এ
সময় তিস্তার বালুচরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ কুমড়া জাতীয় ফসল উৎপাদন প্রযুক্তি, ভ্রাম্যমান সোলার সেচ এবং কৃষি বিপণন উন্নয়ন বিষয়ে স্থানীয় কৃষক-কিষাণীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার মোঃ আব্দুল ওয়াহেদ, উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, কৃষক আব্দুল খালেক, স্বাধীন, প্রফুল্ল চন্দ্র, মনোয়ারা বেগম প্রমূখ।
-এমআর
No comments:
Post a Comment