রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা ব্রীজ (দক্ষিনপাড়) এলাকায় আমিনুলের খাবারের দোকানের সামনে এসআই মাসুদার রহমানের নেতৃত্বে লালমনিরহাটের তিস্তা বাজার হতে কাউনিয়াগামী অটোচার্জারের যাত্রী লালমনিরহাট আদিতমারী উপজেলার দক্ষিন গোবধা (সত্য মঙ্গল কোট) গ্রামের আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০) এবং ওই এলাকার আফজাল হোসেনের নাবালক ছেলে হোসেন আলী মুসা (১৫) কে প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় রাখা ১ কেজি করে গাঁজাসহ আটক করা হয়।
পরদিন শনিবার সকাল ১০টার দিকে এসআই সামিউল ইসলামের নেতৃত্বে লালমনিহাটের মহেন্দ্রনগর হতে রংপুরগামী মাহিন্দ্র গাড়ীর যাত্রী লালমনিরহাট সদরের সাতপাটকি (মহেন্দ্রনগর) গ্রামের রতন মিয়ার নাবালক ছেলে শাকিল মিয়া (১৫) কে তার স্কুল ব্যাগে রাখা ৩ কেজি গাঁজাসহ এবং একইদিনে বেলা ১১টার দিকে এসআই মামুনুর রশিদের নেতৃত্বে কুড়িগ্রাম হতে রংপুরগামী সুমাইয়া ক্লাসিক (কুড়িগ্রাম-জ ০৫-০০৫৪) বাসে তল্লাশী কালে ছাদে কাঠের তক্তার বান্ডিলে বিশেষ ভাবে রাখা ৩ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঝাউকুঠি গ্রামের শাহজামালের ছেলে মিজানুর রহমান (২৫) কে আটক করে।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
-এমআর
No comments:
Post a Comment