২৩/০৪/২০২১ (শুক্রবার)- প্রতিটি মসজিদে জুমার বয়ানে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা।
২৪/০৪/২০২১ (শনিবার)- প্রতিটি জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান।
২৫/০৪/২০২১ (রবিবার)- মুক্তিযোদ্ধা এবং বয়োস্ক (ষাটোর্দ্ধ) ব্যক্তিদের হেলথ চেকআপ।
২৬/০৪/২০২১ (সোমবার)- প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান।
২৭/০৪/২০২১ (মঙ্গলবার)- এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পুষ্টিকর খাবার বিতরণ।
২৮/০৪/২০২১ (বুধবার)- মাননীয় প্রধানমন্ত্রীর
অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রাম/দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ।
২৯/০৪/২০২১ (বৃহস্পতিবার)- কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সমাপনি অনুষ্ঠান।
এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত Joint Action for
Nutrition Outcome (JANO) শীর্ষক প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির সাথে দিবস উদযাপন ও খাদ্য বিতরণে সহায়তাকরণ, ২৮টি কমিউনিটি ক্লিনিকে (কাউনিয়া-০৮, গংগাচড়া-১৪ ও তারাগঞ্জ-০৬) ৮৪ জন আদর্শ মা’কে পুরুস্কৃতকরণ এবং জেলা সিভিল সার্জন কার্যালয় ও রংপুরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
No comments:
Post a Comment