Friday, April 23, 2021

রংপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন

 



নিজস্ব সংবাদদাতাঃ
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক কর্তৃক গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উদ্বোধনের পর রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়েখাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উদযাপনের ২৩ থেকে ২৯ এপ্রিল দিনব্যাপি নানা কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

উপস্থিত ছিলেন- রংপুরের সিভিল সার্জন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ হিরম্ব কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, জানো প্রকল্পের মাল্টি সেক্টোরাল গভার্নেন্স ম্যানেজার মোঃ গোলাম রাব্বানি, প্রজেক্ট ম্যানেজার মোঃ মারুফ আহ্মেদ, ইএসডিও মোঃ রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপকগণ ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ এর কর্মসূচীসমূহ হলোঃ
২২/০৪/২০২১ (বৃহস্পতিবার)- মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন।

২৩/০৪/২০২১ (শুক্রবার)- প্রতিটি মসজিদে জুমার বয়ানে অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সুস্বাস্থ্য পুষ্টি নিয়ে আলোচনা।

২৪/০৪/২০২১ (শনিবার)- প্রতিটি জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, কিশোর গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান।

২৫/০৪/২০২১ (রবিবার)- মুক্তিযোদ্ধা এবং বয়োস্ক (ষাটোর্দ্ধ) ব্যক্তিদের হেলথ চেকআপ।

২৬/০৪/২০২১ (সোমবার)- প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান।

২৭/০৪/২০২১ (মঙ্গলবার)- এতিমখানা লিল্লাহ বোর্ডিং- পুষ্টিকর খাবার বিতরণ।

২৮/০৪/২০২১ (বুধবার)- মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রাম/দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ।

২৯/০৪/২০২১ (বৃহস্পতিবার)- কেন্দ্রীয়, জেলা উপজেলা পর্যায়ে সমাপনি অনুষ্ঠান।

এছাড়া
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত Joint Action for Nutrition Outcome (JANO) শীর্ষক প্রকল্পের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির সাথে দিবস উদযাপন খাদ্য বিতরণে সহায়তাকরণ, ২৮টি কমিউনিটি ক্লিনিকে (কাউনিয়া-০৮, গংগাচড়া-১৪ তারাগঞ্জ-০৬) ৮৪ জন আদর্শ মাকে পুরুস্কৃতকরণ এবং জেলা সিভিল সার্জন কার্যালয় রংপুরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

No comments:

Post a Comment