Friday, June 7, 2024

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানের অদূরে আর-কে রোডের হলদিবাড়ি মুজিবনগর এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) হেলথ্ ভিলেজ ইন আরবান প্রকল্পের ফিল্ড একাউন্ট অফিসার মিজানুর রহমান মোটরসাইকেল যোগে তার কর্মস্থল লালমনিরহাট থেকে বাড়ি যাওয়ার পথে হলদিবাড়ি মুজিবনগর স্থানে পৌঁছালে বিপরীত দিকের একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মৃত মিজানুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার দূর্গাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর

 

 

No comments:

Post a Comment