Friday, August 9, 2024

কাউনিয়ায় সহিংসতা রোধে পাশে আছি’র লিফলেট বিতরণ ও পথসভা


নিজস্ব সংবাদদাতা 
সহিংসতা রোধ সচেতনা বাড়াতে সেবা শান্তি প্রগতি শ্লোগানে রংপুরের কাউনিয়ায় অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী মানবিক সহযোগী হিসেবেপাশে আছিসামাজিক সংগঠন লিফলেট বিতরণ পথসভা করেছে।

বৃহস্পতিবার (০৮ আগষ্ট) দিনব্যাপিপাশে আছিসামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আলম কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিলের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসস্টান্ড, হাট-বাজারসহ জনবহুল এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পথসভা করেন।

সহিংসতা রোধ করি সচেতন হই শিরোনামে লিফলেটে পথসভায়- সরকারি বেসরকারি সকল স্থাপনায় হামলা থেকে বিরত থাকা, রাষ্ট্রীয় সম্পদসহ কারো ব্যবসা প্রতিষ্ঠান জানমালের ক্ষতিসাধন না করা, সংখ্যালঘু তাদের উপাসনালয়ে সহিংসতা পরিহার, বিভ্রান্তিমূলক গুজবে কান না দেওয়া তথা কাউনিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকেই দায়িত্বশীল হওয়ার আহব্বান জানায়পাশে আছিসামাজিক সংগঠন নেতৃবৃন্দ।

এমআর 

 

No comments:

Post a Comment