নিজস্ব সংবাদদাতা
সহিংসতা রোধ ও সচেতনা বাড়াতে সেবা শান্তি প্রগতি শ্লোগানে রংপুরের কাউনিয়ায় অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী মানবিক সহযোগী হিসেবে ‘পাশে আছি’ সামাজিক সংগঠন লিফলেট বিতরণ ও পথসভা করেছে।
বৃহস্পতিবার (০৮ আগষ্ট) দিনব্যাপি ‘পাশে আছি’
সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আলম ও কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিলের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসস্টান্ড, হাট-বাজারসহ জনবহুল এলাকায় এই লিফলেট বিতরণ কার্যক্রম ও পথসভা করেন।
সহিংসতা রোধ করি ও সচেতন হই শিরোনামে লিফলেটে ও পথসভায়- সরকারি বেসরকারি ও সকল স্থাপনায় হামলা থেকে বিরত থাকা, রাষ্ট্রীয় সম্পদসহ কারো ব্যবসা প্রতিষ্ঠান ও জানমালের ক্ষতিসাধন না করা, সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ে সহিংসতা পরিহার, বিভ্রান্তিমূলক গুজবে কান না দেওয়া তথা কাউনিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকেই দায়িত্বশীল হওয়ার আহব্বান জানায় ‘পাশে আছি’ সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।
এমআর
No comments:
Post a Comment