Sunday, August 11, 2024

কাউনিয়ায় টিপু মুনশি অডিটোরিয়াম নামকরণ পরিবর্তনের দাবি


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিপু মুনশি অডিটোরিয়াম নামকরণ পরিবর্তনের দাবীতে ফুঁসে উঠেছে নানা শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, রাষ্ট্রীয় টাকায় নির্মিত হলরুমের নাম আওয়ামী নেতার ব্যক্তি নামে হতে পারে না। এটি নামকরণ হওয়া উচিত ছিলো স্থানীয় বিশিষ্ট কোন ব্যক্তি অথবা কাউনিয়া অডিটোরিয়াম নামে। নিয়ে উপজেলা প্রশাসনের কাছেও দাবি জানানো হয়।

তাদের দাবি, যারা আয়না ঘর নির্মাণ করেছে তাদের সহযোগীদের নামে সরকারি স্থাপনায় নামটি দ্রুত পরিবর্তন এখন সময়ের দাবি। অন্যথায় ফুঁসে উঠবে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।

কাউনিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কোন স্বার্থলোভী দুস্কৃতিকারীদের নামে অডিটোরিয়াম এর নাম থাকতে পারে না। অতি শীঘ্রই নাম পরিবর্তনের দাবি জানায় তারা। সমাজের সচেতন মহল বলেন, এটি আওয়ামী রাজনৈতিক নেতার নামে করাই ঠিক করেনি। এসব দ্রুত পরিবর্তন করা দরকার। ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুহিদুল হক বলেন, উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করা হবে।

এমআর

 

No comments:

Post a Comment