Wednesday, August 14, 2024

কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত


নিজস্ব সংবাদদাতা 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়া দুইদিনের অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল আয়োজনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৩টার দিকে কাউনিয়া বাসস্টান্ড মোড়ে বিএনপির পুরাতন দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রো স্টান্ডে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ন আহব্বায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সদস্য মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান উকিল, শফিউল আলম মুক্তি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবুল সরকার বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা
বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশ প্রেমিক চৌকস সেনা অফিসারদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের ওপর নিষ্ঠুরতম গণহত্যা, সতের বছর ধরে গনতন্ত্র পুর্নদ্ধারে লড়াই করা ইলিয়াস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাধারন মানুুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন করা, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে স্বৈরাচারী খুনি হাছিনা তার দোসরদের বিচারের দাবি জানান।

এমআর

No comments:

Post a Comment