Wednesday, August 14, 2024

কাউনিয়ায় ৮ ভিক্ষুক পেলেন বিকল্প কর্মসংস্থান


নিজস্ব সংবাদদাতা 
ভিক্ষুক পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রংপুরের কাউনিয়ায় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ৮জনকে ব্যবসায়িক উপকরণসহ দোকান ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিকল্প কর্মসংস্থান পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা দপ্তর।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে তাদেরকে মালামাল নগদ অর্থসহ দোকান ঘর হস্তান্তর করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. সামিউল আলম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার প্রমূখ।

প্রতিজন ভিক্ষুকের জন্য দোকান ঘর নির্মাণ, মালামাল যাতায়াতসহ ৫০ হাজার টাকা করে ব্যয় হয়েছে।ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হলে প্রথমেই ভিক্ষা প্রদানকে নিরুৎসাহিত করা ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ২০৩০ সালের মধ্যে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এমআর

No comments:

Post a Comment