নিজস্ব সংবাদদাতা
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রংপুরের কাউনিয়ায় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ৮জনকে ব্যবসায়িক উপকরণসহ দোকান ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা দপ্তর।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে তাদেরকে মালামাল ও নগদ অর্থসহ দোকান ঘর হস্তান্তর করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. সামিউল আলম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার প্রমূখ।
প্রতিজন ভিক্ষুকের জন্য দোকান ঘর নির্মাণ, মালামাল ও যাতায়াতসহ ৫০ হাজার টাকা করে ব্যয় হয়েছে।ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হলে প্রথমেই ভিক্ষা প্রদানকে নিরুৎসাহিত করা ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ২০৩০ সালের মধ্যে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এমআর
No comments:
Post a Comment