নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জান্নাতুল নাঈম বাবুর ইস্তফা জনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক অশোক কুমার দাস, ইসমাত আরা বেগম, রচনা রাণী দাস প্রমূখ। পরে দোয়া করা হয়।
এ সময় বিদায়ী শিক্ষক মো. জান্নাতুল নাঈম বাবুকে ফুলেল শুভেচছাসহ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন সহকর্মী ও শিক্ষার্থীরা। তিনি ২০১৬ সালে কাউনিয়া মডেল সপ্রাবি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনের অল্প সময়ে নিজেকে দক্ষ ও গুণী শিক্ষক হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি শিক্ষকতার পাশাপাশি ইংরেজি বিষয়ে শিক্ষকদের মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি লালমনিরহাটের আদিতমারি দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
এমআর
No comments:
Post a Comment