Thursday, August 8, 2024

কাউনিয়া কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস


নিজস্ব সংবাদদাতা 
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের ২০২৪-২৫ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগষ্ট) বেলা ১১টায় কলেজ হলরুমে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আব্দুল জলিল, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক . জালাল উদ্দিন মোল্লা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, কৃষি শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক . ডেভিড বসুনিয়া, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হেমায়েতুল ইসলাম প্রত্যাশা, বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিফাত বিন ওমর, কাওসার আলম, মনির হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য রাকিব হাসান, রিয়াল, রাশিদুল ইসলাম, জনি মিয়া, সাকিব হাসান প্রমূখ।

পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর

 

 

 

 

 

No comments:

Post a Comment