Tuesday, April 27, 2021

কাউনিয়ায় জমির মালিকানার দাবীতে সংঘর্ষ, নারীসহ ১২ জন আহত

 


নিজস্ব প্রতিবেদকঃ
কাউনিয়ায় বিক্রিত জমি নিয়ে বিরোধের জেরে এক সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। এরমধ্যে জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার সদরের নিজপাড়া গ্রামে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কাউনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ বেধে যেতে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী থানা সূত্র জানায়, উপজেলার নিজপাড়া গ্রামের মফিজ উদ্দিন ওতার ভাই সাবেক ভাইস চেয়ারম্যান কমরেড রফিকুল ইসলাম মৃত্যুর আগে তার চিকিৎসাকালীন ১৮ শতক জমি (পুকুর) বিক্রি করেন প্রতিবেশী সৈয়দ আলীর ছেলে হারুন অর রশিদের কাছে। সম্প্রতি কমরেড রফিকুল ইসলাম মারা গেলে ওই জমি (পুকুর) হারুন অর রশিদ ভরাট করতে এলে মফিজ উদ্দিনের ছেলে রুবেল বাবু গং মালিকানা দাবী করে বাধা দেয়। সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।

খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে এসে দুপক্ষকে শান্ত করে উভয়পক্ষকে ওই জমিতে নামতে নিষেধ করে এবং কাগজপত্র দেখে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে জানায়।

এরই জের ধরে হারুন অর রশিদের ভাই মানিক সরকারকে স্থানীয় সানাই মোড়ে রুবেল-বাবুগং দেশীয় অস্ত্রদিয়ে মারপিট করে গুরুতর আহত করেন। এরপর তারা হারুন অর রশিদের বাড়িতে গিয়ে গালাগালি করতে থাকলে তাদের মধ্যে ভয়াবহ সংর্ঘষ বেধে যায়। এতে হারুন অর রশিদের ভাই নুর ইসলাম (৪০), মতিয়ার রহমান মতিন (৩০), দুলাল মিয়া (৫০), ছেলে সোহাগ মিয়া (২৪), শাহাদত হোসেন শান্ত (২২), বাবা সৈয়দ আলী (৭০), মা রাশিদা (৬০), মেয়ে সোমাইয়া (১৬) এবং অপরপক্ষ রুবেল-বাবুর ভাই শহিদুল ইসলাম রিন্টু (৩৫) শফিকুল ইসলাম (৩৭) আহত হয়।

এলাকাবাসী আহতদেরকে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন। এদেরমধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল পাঠানো হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

-এমআর

No comments:

Post a Comment