Saturday, May 29, 2021

কাউনিয়ায় হাইচাও দিয়ে কুঁপিয়ে স্বামী-স্ত্রীকে হাসপাতালে

 


নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে স্বামী স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের বকুলতলা এলাকায় ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫) তার স্ত্রী আরফিনা বেগম (৩০) তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা পুলিশ সুত্র জানায়, পৈত্রিক সুত্রে পাওয়া জমিজমা নিয়ে জাহাঙ্গীর তার বড় ভাই সামছুলের মধ্যকার বিবাদ চলে আসছে। জাহাঙ্গীরের দখলে থাকা জমিতে সুপারী গাছসহ ফলদ গাছ রয়েছে। সেই জমি দখলের পায়তারা বসতঃ শুক্রবার দুপুর ২টার দিকে ১৫টি সুপারী গাছ কেটে ফেলে সামছুলের ছেলে একরামুল হক (২২)

সময় তাকে বাধাঁ দিলে সামছুলের হুকুমে তার ছেলে একরামুল হক বড় হাইচাও (স্থানীয় ধারালো অস্ত্র) দিয়ে জাহাঙ্গীরের মাথায় পায়ের গোড়ালীসহ শরীরে কোপাতে থাকে। এতে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারহানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীরের ডান পায়ের গোড়ালী, মাথা, দুই হাতসহ শরীরের কয়েকটি স্থানে কেটে রক্তজখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার এসআই (হারাগাছ বিট অফিসার) সামিউল আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment