নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারী করোনার ২য় ঢেউয়ে সরকারের মানবিক সহায়তা হিসেবে জিআর ও ভিজিএফ (নগদ টাকা) এর আওতায় কাউনিয়া উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার পরিবারকে প্রায় সাড়ে ২২ কোটি টাকা দেয়া হবে। ইতোমধ্যে পরিবার গুলোর তালিকা তৈরী সম্পন্ন করা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সব টাকা বিতরণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র।
পিআইও অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক লকডাউন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ (৪’শ ৫০ টাকা) হিসেবে উপজেলার সারাই ইউনিয়নের ৬ হাজার ১’শ ৭৭টি, হারাগাছ ইউনিয়নের ৬ হাজার ৪৬টি, কুর্শা ইউনিয়নের ৯ হাজার ২’শ ৫৮টি, শহীদবাগ ইউনিয়নের ৪ হাজার ৮’শ ৭৫টি, বালাপাড়া ইউনিয়নের ৮ হাজার ৯’শ ৮৯টি, টেপামধুপর ইউনিয়নের ৯ হাজার ৫’শ ৯টি এবং হারাগাছ পৌরসভার ১ হাজার ৫’শ ৪০টি হতদরিদ্র পরিবারকে এ অর্থ সহায়তা প্রদান করা হবে।
অপরদিকে জিআর (৫’শ টাকা) হিসেবে করোনা কালীন ক্ষতিগ্রস্ত নানা শ্রেণীপেশার হারাগাছ পৌরসভার ২’শ পরিবার এবং ৬টি ইউনিয়নের প্রতিটি ৫’শ করে অসহায় পরিবারের মাঝে এ নগদ টাকা প্রদান করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার জানান, জিআর (৫’শ টাকা) হিসেবে ৩ হাজার ২’শ পরিবারকে ১৬ লাখ টাকা এবং ভিজিএফ (৪’শ ৫০ টাকা) হিসেবে ৪৯ হাজার ৫’শ ৯৪টি পরিবারের মাঝে ২২ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৩’শ টাকা বিতরণ করা হবে। এছাড়া দুঃস্থ মোটর শ্রমিকদের আর্থিক সহায়তার ২ হাজার ৫’শ টাকা করে অনুদানের নিমিত্তে অনলাইনে তাদের ডাটাবেজ নিবন্ধন প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment