Sunday, May 30, 2021

শিক্ষার্থীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করলো কাউনিয়া ভুতছাড়া একতা ব্লাড ব্যাংক

 


নিজস্ব সংবাদদাতাঃ
সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের ইউনিক আইডি করতে জমা দিতে হচ্ছে নানা তথ্যাদিসহ রক্তের গ্রুপ নির্ণয় সনদ। অর্থ ব্যয়ের পাশাপাশি সনদ নিয়ে বিপাকে পড়েছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।

বেশীর ভাগ শিক্ষার্থীরা জানেই না তাদের রক্তের গ্রুপ কী! অনেকে ছুটছেন ল্যাব থেকে অন্য ল্যাবে। রক্তের গ্রুপ নির্ণয়ে গুনতে হচ্ছে তাদের শত টাকা ফি।

সময় ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাউনিয়া ভুতছাড়া একতা ব্লাড ব্যাংক।

শনিবার (২৯ মে) পীরগাছা উপজেলার অন্নদানগর তনুর মোড়ে অন্নদানগর তরুন স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কাউনিয়া ভুতছাড়া একতা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

সহযোগিতায় ছিলেন- অন্নদানগর তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সমর মাহমুদ, মোঃ ওবাইদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোছাঃ নার্গিস আক্তার কাজল, আশিকুর রহমান আশিক, এম রাসেল প্রমুখ।

ক্যাম্পেইনে স্থানীয় শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সনদ প্রদান করা হয়। তাদের মহৎ সব কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন সুশিল সমাজ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।

No comments:

Post a Comment