নিজস্ব সংবাদদাতাঃ
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অক্সফাম এর অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের অধীনে এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে জেলা পর্যায়ে মিডিয়া ব্রিফিং বিষয়ক সভা বুধবার (২৩ জুন) সকালে বেগম রোকেয়া অডিটোরিয়াম, আরডিআরএস বাংলাদেশ, রংপুর-এ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রকল্পের অধীনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত গবেষনাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। গত এক বছরে মাঠ পর্যায়ে কী কার্যক্রম বাস্তবায়িত হয়েছে তা তুলে ধরা হয়। সভায় আগামীতে এসডিজি অর্জনে সরকারের পাশাপশি সকলে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসডিজি বাস্তবায়নে জেলা পর্য়ায়ের নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এ্যাডমিন এন্ড জেনারেল সার্ভিস নজরুল গনি। উপস্থিত ছিলেন- জেলা পর্যায়ের নেটওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল, জেলা নেটওয়ার্কের অন্যান্য সদস্যগন, প্রকল্প উপকারভোগী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ।
-এমআর
No comments:
Post a Comment