Sunday, June 6, 2021

কাউনিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায়পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজনপ্রতিপাদ্যে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ জুন) সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহম্মেদ, খামারী জুলফিকার হায়দার প্রমূখ।

খামার স্থাপনে উৎসাহ যোগাতে প্রথমবার দিনব্যাপি প্রদর্শনীতে বিভিন্ন ষ্টলে উন্নত নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতরসহ পশু পালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ঔষধপত্র প্রদর্শিত হয়। পরে খামারীদের মাঝে পুরুস্কার দেয়া হয়।

No comments:

Post a Comment