নিজস্ব প্রতিবেদকঃ
করোনার তৃতীয় ঢেউয়ে রংপুরের কাউনিয়ায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনাক্রান্তের
সংখ্যা। গত ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত (দশ দিন) করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্যে- কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ
নতুন আরো ১৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এরা হলেন- বাবলু কবির (৮০), ফরিদা (৩৮), আঃ রাজ্জাক (৮০), শাহীন আলম (২৮) রাজীব টেপামধুপুর, ইউনুছ আলী হরিচরণলস্কর টেপামধুপুর, মোস্তাফিজার রহমান (বিআরডিবি অফিস), শিল্পী (৪৭), অমলেন্দু বিকাশ তালুক শাহবাজ, হোসনে আরা (৪০) রেলগেইট বালাপাড়া, রাকিবুল আলম (উপজেলা কৃষি অফিস), আফজাল হোসাইন (৪০) হারাগাছ, আসমা (২২) হরিচরণলস্কর বালাপাড়া, বানু (৬০) তকিপল বাজার, নুরুল হুদা (৬২), আব্দুল বারি (৬৭), মোজাফফর আলী (৩৭), সায়েম (২৬) হারাগাছ, রশিদুল ইসলাম (নমুনা সংগ্রহকারী, কাউনিয়া হাসপাতাল)।
এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১’শ ৬৬ জনে। ইতোমধ্যে করোনায় নারীসহ ৩ জনের মৃত্যু হয়। আগের ১০ জন মিলে বর্তমানে ২৮ জন করোনাক্রান্ত হয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন জানান, কাউনিয়া উপজেলার করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে ঘোষিত লকডাউন মেনে স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করা এবং মাস্ক ব্যবহারের প্রতি সকলকে আরো যত্নশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
-এমআর
No comments:
Post a Comment