Thursday, July 15, 2021

মীরবাগে দোকান চুরির মামলায় আটক ২, মালামাল উদ্ধার

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ কদমতলা বাসস্টান্ডে সিসি ক্যামেরা ভেঙ্গে পিছনের দেয়াল কেটে চুরির ঘটনায় থানাপুলিশ আসামীকে গত মঙ্গলবার রাতে আটক করেছে।

প্রায়
তিন সপ্তাহ আগে উপজেলার মীরবাগ কদমতলা বাসস্টান্ডে শাহ আলমের মোবাইল কসমেটিকসের দোকানে দেয়াল কেটে প্রবেশ করে নগদ লক্ষ ৩০ হাজার টাকা, মোবাইল সেটসহ কসমেটিকস বিভিন্ন মালামাল চুরি যায়। একই রাতে পাশের কামাল হোসেনের সততা জুয়েলার্সের পিছনের দেয়াল কেটে দোকানে ঢুকে আড়াই ভরি স্বর্ণে অলঙ্কার সংঘবদ্ধ চোরের দল চুরি করে।

ঘটনায় মামলা হলে কাউনিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সাথে জড়িত আসামীকে মঙ্গলবার রাতে কাউনিয়ার টেপামধুপুর এবং দিনাজপুরের হাকিমপুর এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ট্যাব ১টি, বাটন ফোন সেট ১টি, রুপার আংটি ২টি, চেইন ২টি, হাতের খাড়ু ২টি, ব্রেচলেট ১টি মোট ভরি ১০ আনা রুপার অলঙ্কারসহ আটক করেছে।

এরা
হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যম বাসুদেবপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ডালিম মিয়া (৩৬) পার্বতীপুর উপজেলার গুপ্তডাড়া গ্রামের মাহবীর রহমান সাব্বির (২০) থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান তথ্য নিশ্চিত করেন।

-এমআর

No comments:

Post a Comment