Thursday, July 8, 2021

কাউনিয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত, সাতদিনে ৪৩ হাজার ৩’শ টাকা অর্থদন্ড

 


নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় কোভিট-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে মানুষের চলাফেরা সার্বিক কার্যাবলীতে সরকারের পূর্বের নিয়মে দফায় দফায় লকডাউন বাড়লেও জনমনে বাড়েনি সচেতনতা।

করোনার প্রকোপ রুখতে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিধিনিষেধ মানতে ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশ, আর্মি, র‌্যাব বিজিবির বিরামহীন টহল আর প্রতিদিন মোবাইল কোর্টে অর্থদন্ড করেও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

লকডাউনে ঔষধসহ নিত্যপণ্যের দোকান আওতামুক্ত থাকলেও প্রায় সবধরনের দোকানপাট খোলা দেখা গেছে। এদের মাঝে সামাজিক দুরুত্বের বালাই তো দুরের কথা, মানুষের মুখে মাস্ক নেই বললেই চলে। গাদাগাদি করে কেনাবেচা করছে তারা। বিস্তৃত সড়কগুলোতে দাঁপিয়ে বেরুচ্ছে চার্জার রিক্সা ছাড়াও মোটরযান। রকম লুকোচুরি খেলা চলছে উপজেলার সর্বত্র।

গত ০৫-০৮ জুন চারদিনে ফের ২৩ জনের নমুনা পরিক্ষা করে ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

এরা হলেন- আনিসার রহমান (৪৬) হরিশ্বর থানাপাড়া, সুলতান হোসেন (৬৪) হারাগাছ, তহুরা বেগম ইউএসসি, মাইসা মুনতাজ (১৮) হরিশ্বর রেল কলোনী, সাখোওয়াত হোসেন বাবু ইউএসসি, মাসুম বিল্লাহ (২৪), ইসমাইল হোসেন (৬৫) নিজদর্পা টেপামধুপুর, জিতেন (৪৫) হরিচরণশর্মা টেপামধুপুর, ফরিদা (৪২) তিস্তা, মাহাবুবার রহমান (৫২) কুঠিরপাড় শহীদবাগ, এসএস সাথী (৪৮) বল্লভবিষু শহীদবাগ, হাফিজ পিতা- আঃ জলিল কুর্শা।

নিয়ে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। সম্প্রতি নারীসহ ০৩ জন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে ৩৫ জন বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা সুস্থতার ছাড়পত্র পেয়েছে। শনাক্তের হার শতকরা ৬০ ভাগ। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন বলেন, লকডাউনে উপজেলা প্রশাসন সম্মিলিত বিভিন্ন বাহিনী নিরলস কাজ করছে। গত সাতদিনে বিধিনিষেধ ভঙ্গ করায় ৬৪টি মামলায় ৪৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় নানা শ্রেণীপেশার মানুষকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। তারপরও সচেতন না হলে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এমআর

No comments:

Post a Comment