নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামের পক্ষে গণসংযোগ করা হয়েছে।
শনিবার
(২৩ অক্টোবর) ঢাকা থেকে ফিরে রাশেদুল ইসলাম গণসংযোগ শুরু করেন। তাকে কাউনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য প্রায় ২ শতাধিক মোটরসাইকেল বহর আসে।
সেই বহরে রাশেদুল ইসলাম কাউনিয়া বাসষ্টান্ড থেকে লালমসজিদ, টেপামধুপুর হাট, চৈতার মোড়, জামতলা, ভায়ারহাট, আশ্রায়ন, নয়াবাজার, গোলজার বাজার, বুড়িরহাট ভাঙ্গামাল্লী এলাকায় গণসংযোগ করেন। এ সময় শতশত নারী-পুরুষ হাত তুলে তাকে সমর্থন জানাতে দেখা গেছে।
পরে স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীক বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল, সাখওয়াত খাঁ, যোগেশ চন্দ্র প্রমূখ।
বক্তাগণ বলেন- তৃণমূলের নেতাকর্মীদের মতামতে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় নেতারা মাঠ জরিপ না করে, জনপ্রিয়তা না দেখে, জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে, জনপ্রিয়তা নাই এমন একজনকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমরা মাঠে ছিলাম এবং মাঠে থাকবো, জয়ের মালা নিয়েই আমরা ঘরে ফিরবো।
তারা বলেন, টেপামধুপুর ইউপি নিবার্চনে কোন সংঘাত নয় জনগণের ভালবাসার ভোটে আমরা জয় লাভ করে বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি এমপিকে এই আসন উপহার দিতে চাই।
No comments:
Post a Comment