নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় শারদীয় দূর্গোৎসবে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ীঘরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুর, লুটপাট, নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার
(২৩ অক্টোবর) বিকেলে বাসষ্টান্ডে বামনের হাট শ্রীশ্রী কালী মন্দির ও দূর্গা মন্দির প্রাঙ্গনে পরেশ চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বিনোদ প্রসাদ গুপ্ত, জীবন রায়, বাবু ক্ষুদিরাম বর্ম্মণ, জগদীস সিংহ, উজ্জল কুমার সরকার, সুশান্ত সরকার, মদন কুমার রায়, রতন চন্দ্র বর্ম্মন, অর্চনা রানী, রিতা রানী, সেতু রানীসহ অনেকেই।
এতে সহমর্মিতা জানিয়ে বক্তব্য রাখেন- আ.লীগ নেতা দিলদার আলী, বাংলাদেশ কংগ্রেস নেতা আকরাম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার আড়ালে কুচক্রীমহল রাজনৈতিক চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে সনাতনী সম্প্রদায়ের ওপর নিপিড়ন-নির্যাতন চালিয়ে আসছে। মানববন্ধনে দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।
No comments:
Post a Comment