Wednesday, October 27, 2021

বালাপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলীর মনোনয়নপত্র দাখিল



নিজস্ব প্রতিবেদকঃ
আসছে ২৮ নভেম্বরে চুড়ান্ত বাঁশী বাজবে রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের। উপজেলা সদরে ৫নং বালাপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে উপস্থিত সকল সমর্থক ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন মো. ইউসুফ আলী।

বুধবার (২৭ অক্টেবর) দুপুরে স্থানীয় রাজেন্দ্র বাজারে মতবিনিময় সভা শেষে ভোটার-সমর্থক মিছিল নিয়ে রিটানিং কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

চমক ফুড প্রডাক্টসের স্বত্বাধীকারী মো. আতাউর রহমানের সভাপতিত্বে এতে সমর্থক এলাকার ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ইউনিয়নের অবশিষ্ট উন্নয়নে অসহায় মানুষের ক্ষমতায়ন ন্যায্য অধিকার রক্ষায় এবং দুর্নীতি রোধে আমাকে নির্বাচিত করুন।

তিনি বলেন, এখন সময় এসেছে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবার। ইউনিয়নের সমুন্নত উন্নয়নে চাই পরিবর্তন। সকল ভেদাভেদ ভুলে নারী-পুরুষ সবাই এক সাথে কাঁদে কাঁদ মিলিয়ে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

-দ্যা কাউনিয়া এক্সপ্রেস

 

 


No comments:

Post a Comment