নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা সদরে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে রোববার (৩১ অক্টোবর) মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সদস্য মোঃ মনতাজ আলী।
এলাকার মুরুব্বি, সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে বালাপাড়া ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনতাজ আলী বলেন, উপ নির্বাচনে ওয়ার্ডের প্রাণপ্রিয় মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার অল্প সময়ে সাধ্যমত চেষ্টা করেছি তাদের পাশে থাকবার।
ভুলক্রটি ক্ষমা করে এলাকার উন্নয়নে ভোটার, সমর্থক ও সর্বস্তরের জনগনের কাছে পুনরায় সাধারণ সদস্য প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

No comments:
Post a Comment