কর্মসূচিতে ছিলো- র্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, শপথ গ্রহণ, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির সুচনা ঘটে।
নারী নির্যাতন বিরোধী বর্ণাঢ্য র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় ইউএনও মোছা. তাহমিনা তারিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোছা. শাহানাজ পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা, এলজিএসপি জেলা সহায়ক মো. কামরুল হাসান প্রমূখ।
এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে মেয়ে শিক্ষার্থীদের উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। যৌন হয়রানী ও বাল্য বিবাহসহ নারী নির্যাতন, মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও পারিবারিক সহিংসতামুক্ত থেকে নিরাপদে শিক্ষা গ্রহণে কর্তৃপক্ষ এবং প্রশাসনের করণীয় নানাদিক সংলাপে উঠে আসে।

No comments:
Post a Comment