নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ফের নারীসহ ৩ জন করোনাক্রান্ত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের রিপোর্টে করোনা ভাইরাস শনাক্ত হয়।
তারা হলেন- টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের জামিউল ইসলাম (২৩) বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের সাব্বির হোসেন (২১)। এছাড়া চলতি মাসের ০৯ তারিখে রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে হারাগাছ এলাকার এসমাত আরা (৫০) নামে এক নারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনার নমুনা সংগ্রহ ও টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার প্রাদূর্ভাব রুখতে প্রত্যেকের জীবন-জীবিকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বারোপ করেন তিনি।
No comments:
Post a Comment